Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোজায় বলাকা সিনেমা হল বন্ধ থাকবে

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: রাজধানীর ঐতিহ্যবাহী সিনেমা হল বলাকা রমজান মাস উপলক্ষে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই মাসে হলটির সংস্কার করার কথা ভাবছে হলটির কর্তৃপক্ষ। বলাকা সিনেমা হলের ম্যানেজার রনি সিদ্দিকী এ তথ্য জানান। রনি বলেন, আমাদের হলটিতে বেশকিছু সংস্কার কাজ করতে চাইছি অনেকদিন ধরে। এজন্য সময় প্রয়োজন। একসাথে অনেকদিন হল বন্ধ রাখাও সম্ভব নয়। তাই রমজান মাসকে সংস্কার কাজ করার জন্য বেছে নেয়া হয়েছে। কারণ এ মাসে খুব কম দর্শক সিনেমা দেখতে আসে। তাই বন্ধ রাখলেও সমস্যা হবে না। রনি জানান, ঈদের দিন বিকাল তিনটার শো দিয়ে হলটি চালু হবে। হলটিতে এখন চলছে স্বপন আহমেদ পরিচালিত পরবাসিনী সিনেমাটি চলছে। রোজার আগের দিন পর্যন্ত এটি চলবে। এদিকে স¤প্রতি হলটির টিকেটের মূল্য বৃদ্ধি করে ২০০ ও ৩০০ টাকা করা হয়েছে।



 

Show all comments
  • Jamal ১৬ মে, ২০১৭, ১১:৫৬ এএম says : 1
    khub valo khabor
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ