Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দীর্ঘদিন পর নতুন সিনেমায় পপি

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: ভাল গল্প না পাওয়ায় দীর্ঘদিন ধরে কোনো সিনেমায় অভিনয় করছেন না চিত্রনায়িকা পপি। ফলে চলচ্চিত্রে একপ্রকার অনুপস্থিত তিনি। তবে দীর্ঘ অপেক্ষার পর নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমাটির নাম রাজপথ। পরিচালনা করবেন জভেদ জাহিদ। পপির সাথে নায়ক হিসেবে আছেন জায়েদ খান। পপি জানান, এখন অধিকাংশ সিনেমা কম বাজেটে নির্মিত হচ্ছে। টেলিফিল্মকে সিনেমা বলে চালিয়ে দেয়া হচ্ছে। এ ধরনের সিনেমা করার চেয়ে না করাই শ্রেয় মনে করেছি। এতে নিজের অবস্থান ও সম্মানহানিও হয়। দর্শক আমার কাছ থেকে যে ধরনের সিনেমা আশা করেন, তা থেকে বঞ্চিত হন। তাই সবসময় ভাল গল্পের সিনেমার অপেক্ষায় থাকি। রাজপথ সিনেমাটির গল্প ও বাজেট সিনেমা উপযোগী হওয়ায় এতে চুক্তিবদ্ধ হয়েছি। এতে আমার চরিত্রের যথেষ্ট গুরুত্ব রয়েছে। এটি একটি রাজনৈতিক গল্পের সিনেমা। এতে পুলিশ অফিসারের ভ‚মিকায় অভিনয় করছি। রাজনৈতিক অস্থিরতার সময় নেতাদের নানা হুমকি ও বাধা আসে। এসব সমস্যার মোকাবেলা করেই সামনে এগিয়ে যাই। একটি চ্যালেঞ্জিং চরিত্র। আশা করছি দর্শকদের ভালো লাগবে। উল্লেখ্য, পপি ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের ‘কুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ