Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাহসানের নতুন মিউজিক ভিডিও চলো না হারাই

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মালিবু আর লাগুনা সৈকতে তাহসান তার নতুন গানের মিউজিক ভিডিওর শূটিং করেছেন। মিউজিক ভিডিওটি পরিচালনা করছেন কানাডিয়ান অধিবাসী হলিউডের জনপ্রিয় নির্মাতা পি.জি.। ভিডিওটিতে তাহসানের সাথে মডেল হয়েছেন কোষ্টারিকার সুপার মডেল ব্রি। ‘চলো না হারাই’ শিরোনামের গানটি প্রকাশ করছে ‘ধ্রুব মিউজিক স্টেশন’। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন শাওন গানওয়ালা আর সঙ্গীত পরিচালনা করেছেন এপিরাস। গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য গত মার্চে যুক্তরাষ্ট্রে যান তাহসান। সেখানেই তার সঙ্গে পি.জি.র পরিচয় হয়। এরপর কাজ। দক্ষিণ আমেরিকার দেশগুলোতে মিউজিক ভিডিওর নির্মাতা হিসাবে খ্যাতি রয়েছে এই ভিডিও নির্মাতার। তাহসান জানান, লস অ্যাঞ্জেলেসের দুটি সমুদ্র সৈকতে আমরা শূটিং করেছি। দারুণ লোকেশন। দেখলেই মন ভরে যায়। আমার বিশ্বাস মিউজিক ভিডিওটির লোকেশন এবং নির্মাণ দেখে দর্শক শ্রোতারা মুগ্ধ হবেন। গত শনিবার ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে তাহসানের এই নতুন মিউজিক ভিডিও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ