প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক: গীটারের জাদুকর এলআরবি আইয়ূব বাচ্চু’র একক গীটার শো ঢাকার পর এবার ২০ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামের র্যাডিসন বøু-তে। রবি, এয়ারটেল ও ইয়োন্ডা মিউজিকের পৃষ্ঠপোষকতায় গীটার শো ‘নাউ অ্যান্ড দেন’ এর আয়োজন করছে এবি কিচেন, ডিজে প্রো এবং উইর্জাড-শো বিজ। কনসার্টে শুধুমাত্র গীটারের যন্ত্রসঙ্গীত পরিবেশন করবেন আইয়ূব বাচ্চু। এ উপলক্ষে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, এলআরবি আইয়ূব বাচ্চু, মাহবুবুল আলম ভুঁইয়া (ভাইস প্রেসিডেন্ট, বিজনেস অপারেশন, রবি) ও ইয়োন্ডা মিউজিক বাংলাদেশের ক্রান্টি ডিরেক্টর ইমরুল করিম। এ সম্পর্কে আইয়ূব বাচ্চু বলেন, আমাদের দেশে এমন কনসার্ট খুব একটা হয় না। তবে দেশের বাইরে এ ধরনের কনসার্টের প্রচলন রয়েছে। সাউন্ড অব সাইলেন্স কনসার্টের মাধ্যমে আমি সলো গীটার শো’র সূচনা করেছিলাম। ভক্তদের অনুরোধে আমি এবার চট্টগ্রামে আমার জন্মভূমিতে গীটার শো করতে যাচ্ছি। আমার কাছে ৪৮টি বিশ্বের সেরা গীটার রয়েছে। আরো দুটি গীটার সংগ্রহ করবো। আমার একটি গীটার প্রদর্শনী করার ইচ্ছে রয়েছে, যেখানে তরুণরা অংশ নিয়ে গীটার জেতার সুযোগ পাবে। কনসার্ট উপলক্ষে একটি প্রতিযোগিতার আয়োজন করেছে এ কনসার্টের স্পন্সর কোম্পানিগুলো। বিজয়ী ২০জন পাবেন ফ্রি টিকেট এবং ৩ জন পাবেন আইয়ূব বাচ্চুর সাথে ‘চলো বদলে যাই’ গানে অংশ নেয়ার সুযোগ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।