Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

সহপাঠীর হাতুড়ির আঘাতে মৃত্যু

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৭, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : খুলনা মহানগরীর গøাক্সো মোড় এলাকায় সহপাঠীর হাতুড়িপেটায় পঞ্চম শ্রেণির ছাত্র হাসান শেখ (১৩) নিহত হয়েছেন। গত রোববার দুপুরে স্কুল থেকে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে। নিহত হাসান নগরীর গগণবাবু রোড এলাকার অহিদুল শেখের ছেলে। আর ঘাতক আদনান নগরীর ট্যাংক রোডের বাসিন্দা মোঃ আছাদের ছেলে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে আদনানকে করেছে পুলিশ। এই ঘটনায় নিহতের মা হাসিনা বেগম বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। খুলনা সদর থানার অফিসার ইনচার্জ এসএম মিজানুর রহমান জানান, নগরীর গগণবাবু রোডের ইউসেফ স্কুলের ছাত্র হাসান ও আদনান গত রোববার দুপুরে স্কুল থেকে একসঙ্গে বাড়ি ফিরছিল। ওই সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। গøাক্সো মোড়ে আসার পর আদনান একটি কারখানা থেকে হাতুড়ি এনে হাসানের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এলাকাবাসী দ্রæত উদ্ধার করে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার ভোরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার শারীরিক অবস্থাও আরও অবনতি হয়। পরে গোপালগঞ্জ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ