Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বউ আনতে গিয়ে যুবকের মৃত্যু

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৭, ১২:০০ এএম

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা : ভূরুঙ্গামারীতে বউ আনতে গিয়ে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে এলাকাবাসী ওই যুবকের লাশ পাগলারহাট পালপাড়া ছড়ার পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত যুবকের নাম সোহানুর রহমান সোহান। সে উপজেলার তিলাই ইউনিয়নের কুঠিবাড়ি গ্রামের জাহিদুল ইসলাম বাদলের ছেলে। জানা গেছে, গত ১৩ মে শনিবার রাতে উপজেলার দক্ষিণ ছাট গোপালপুর বয়জুল্লার চরে সোহান তার প্রতিবেশী জয়নাল এবং জয়নালের বড় ভাই স্বপন ও তার বন্ধু আরেক স্বপন সহ স্বপনের বউ ফাহিমা আক্তারকে আনতে। এক পর্যায়ে বউয়ের বাড়ির লোকজনের সাথে তাদের বাকবিতন্ডা শুরু হলে তারা বউয়ের বাড়ির আত্মীয় স্বজনকে বেধড়ক মারপিট শুরু করলে তারা ডাকাত ডাকাত বলে চিৎকার করলে এলাকাবাসী লাঠি নিয়ে তাদের ধরার জন্য এগিয়ে আসায় তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় এলাকাবাসী জয়নালকে আটক করলেও সোহান, স্বপন ও তার বন্ধু স্বপন দৌঁড়ে পালাতে গিয়ে পাগলারহাট পালপাড়াছড়ায় ঝাঁপিয়ে পড়ে। এলাকাবাসী বিলের পাড়ে এসে স্বপনের বন্ধু স্বপনকেও আটক করে। এদিকে রাতে সোহান বাড়ি না ফেরায় সোহানের বাবা-মা তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় অভিযোগ করতে যায়। এ ঘটনার পর রোববার দুপুরে সোহান পানিতে ডুবে যেতে পারে সন্দেহে পালপাড়া ছড়ায় জাল ফেলে ও ডুবুরী নামিয়ে খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। গতকাল সোমবার সকালে স্থানীয় বাসিন্দা এনামূল ও তার ভাতিজা ছাইদুল মাছ ধরতে পালপাড়া ছড়া গেলে একটি লাশ দেখতে পায়। খবর পেয়ে সোহানের আত্মীয়-স্বজন এসে সোহানের লাশ সনাক্ত করে। এ বিষয়ে সোহানের পিতা বাদী হয়ে ভুরুঙ্গামারী থানায় মামলা দায়ের করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ