Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বজ্রপাতে নিহত ২

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৭, ১২:০০ এএম

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : মীরসরাইয়ের বজ্রপাতে হিঙ্গুলীতে বারইয়ারহাট ডিগ্রী কলেজছাত্র ও করেরহাটের দক্ষিণ অলিনগর গ্রামের এক রাজমিস্ত্রী নিহত হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টায় আকস্মীক বজ্রপাতে এই দুজন নিহত হয়। জানা যায়, উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের জামালপুর গ্রামের ডা. খোকন শর্মার পুত্র অভিজিৎ শর্মা (২০) সোমবার সকালে বারইয়ারহাট পৌরবাজারে যাওয়ার সময় বজ্রপাতে গুরুতরভাবে আহত হয়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বারইয়ারহাট জেনারেল হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১২টায় কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অপরদিকে একই সময় উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ অলিনগর গ্রামের লাদেন টিলা এলাকার ফয়েজ কোম্পানী বাড়ীর নুরুল মোস্তফার পুত্র নুরের নবী (৩৫) বজ্রপাতে নিহত হয়। নিজ বসতঘরে তিনি বজ্রপাতে মারাত্মকভাবে আহত হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ