Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাঁজা ও মদসহ আটক ৩

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৭, ১২:০০ এএম

চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক অভিযান চালিয়ে তিন কেজি গাঁজা ও ছয় বোতল মদসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে- কুমিল্লার দেবিদ্বারের ভাঙ্গুরী গ্রামের ফজলুল হকের পুত্র অহিদুর রহমান (৩৬), রাজবাড়ির গোয়ালন্দ থানার রিয়াজুদ্দিন পাড়ার গোলাপ শেখের পুত্র মনির শেখ (২২) ও চৌদ্দগ্রাম পৌরসভার গোমারবাড়ি গ্রামের আবদুল বারেকের পুত্র আবদুল সালাম (৪৬)। গতকাল সোমবার তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই মাহবুবুল ইসলাম ও এসআই এসএম মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোমারবাড়িসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রোববার রাতে গাঁজাসহ অহিদুর রহমান, মনির শেখ ও মদসহ আবদুস সালামকে আটক করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ