রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গংগাচড়া (রংপুর) উপজেলা সংবাদদাতা : নিয়ম নীতির তোয়াক্কা না করে সভাপতির স্বাক্ষর জাল ও অর্থ আত্মসাৎ করার ঘটনায় ২০১৪ইং সালে ম্যানেজিং কমিটি কর্তৃক সাময়িক বরখাস্ত হন রংপুর সদর উপজেলার হরকলি বহুমুখী ফাযিল ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ নজরুল ইসলাম সিদ্দিকী। এরপর গত তিন বছরে প্রতিষ্ঠানে আসেননি তিনি। সম্প্রতি তিনি শিক্ষক ও কর্মচারীদের স্বাক্ষর জাল করে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরাবর বেতনের বিল দাখিল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষক ও কর্মচারীরা। গতকাল সোমবার সকালে মাদরাসার একটি কক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ এএইচ এম ইমদাদুল হক। সংবাদ সম্মেলনে জানানো হয়, মাদরাসাটির সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ নজরুল ইসলাম সিদ্দিকী একাই একশ’ হিসেবে দাবি করেন। তিনি প্রতিষ্ঠানটিকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছিলেন। হেন অপকর্ম নেই তিনি করেননি। ১৯৫৬ইং সালে প্রতিষ্ঠিত হরকলি বহুমুখী ফাযিল ডিগ্রী মাদরাসা শিক্ষক ও কর্মচারীরা অধ্যক্ষের ষড়যন্ত্রের কারণে গত দুই মাস বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছে। বেতনের বিল ব্যাংকে জমা দিতে গেলে অধ্যক্ষ তার ক্যাডার বাহিনী দিয়ে শিক্ষকদের লাঞ্চিত করে বিল কপি ছিনিয়ে নেবার চেষ্টা করেছেন। অধ্যক্ষ শিক্ষার্থীদের মূল সনদপত্র ও মাদরাসার রেজুলেশন বহি নিজ বাড়ীতে রাখায় গত তিন বছরে প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় ও আরবী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির সভাপতি আলমগীর হোসেন তারা মিয়া, সদস্য শহিদুল ইসলাম,আরবী প্রভাষক একেএম মফিজুল ইসলাম,আব্দুল মান্নান, বাংলা প্রভাষক জিন্নুর রহমান, সহকারী শিক্ষক সামসুজ্জোহা মিয়া, তৈয়বুর রহমানসহ সকল শিক্ষক ও কর্মচারীগণ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।