রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফুলছড়ি (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার ফুলছড়িতে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ ও উত্তোরণের উপায় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে নেট্স বাংলাদেশ সহযোগিতায় গত রোববার জিইউকে’র এরিয়া কার্যালয়ে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠির শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতকরণ প্রকল্পের (রিচ আপ) আওতায় সকল শিশুর জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ ও উত্তোরণের উপায় শীর্ষক উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোশারফ হোসেন। উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির আহবায়ক আবুল খায়েরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জিইউকে’র রিচ আপ প্রকল্পের কো-অর্ডিনেটর মঞ্জুরুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য খাজা মিয়া, শিক্ষানুরাগী আব্দুল মোত্তালেব, নয়া মিয়া, রিচ আপ প্রকল্পের কর্মী আব্দুর রশিদ সরকার, আরশাদ আলী, ছন্দা আকতার প্রমুখ। সভায় ফুলছড়ি উপজেলায় সবার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরা হয় এবং উত্তোরণের সম্ভাব্য উপায় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।