Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীতে ২৯ বিজিবি কর্তৃক ১১৭৭ বোতল ফেন্সিডিল উদ্ধার

ফুলবাড়ী(দিনাজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ মে, ২০১৭, ৬:১১ পিএম

ফুলবাড়ী(দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের ফুলবাড়ীতে ২৯বিজিবির টহল দল সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১৭৭ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করেছে।
গত ১৪ মে ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটলিয়ানের অধিনায়ক লে: কর্নেল কোরবান আলীর নির্দেশনায় নায়েক সুবেদার মকসেদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের কাঁঠলা হাট ও দাউদপুর সীমান্ত এলাকা থেকে পৃথক পৃথক ভাবে ১১৭৭ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য সাড়ে ৪ লক্ষ টাকা।
এ বিষয়ে ২৯বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল কোরবান আলী বলেন বিজিবি জওয়ানরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১৭৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ