Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদ্রাসা শিক্ষার গুনগত মান উন্নয়ন করতে হবে - জমিয়ত মহাসচিব

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ মে, ২০১৭, ৫:২৪ পিএম

শেরপুর জেলা সংবাদদাতা : বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা ছাব্বির আহাম্মেদ মোমতাজী বলেছেন, সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। স্বতন্ত্র ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, আলাদা অধিদপ্তর গঠনসহ মাদ্রাসা শিক্ষকদের দীর্ঘদিনের দাবী পূরণ করেছে সরকার। এর পরও মাদ্রাসা শিক্ষাকে টিকিয়ে রাখতে আরো বেশ কিছু দাবী আছে যা আমরা সরকারের কাছে তুলে ধরেছি। আশা করছি সরকার সেগুলো বিবেচনা করবে। তিনি আরো বলেন সরকার ৫ভাগ ও বৈশাখী ভাতা দেয়ার জন্য অর্থ প্রতিমন্ত্রীকে আহ্বায়ক করে একটি কমিটি করে দিয়েছেন। এ কমিটি কাজ করছে। আশা করা হচ্ছে কমিটির রিপোর্ট পাওয়ার পরপরই সরকারী-বেসরকারি সবারই ৫ভাগ বেতন বৃদ্ধি ও বৈশাখী ভাতার টাকা দেবে সরকার। জনাব ছাব্বির আহাম্মেদ মোমতাজী ১৫ মে সকালে শেরপুর সার্কিট হাউজে শেরপুর জেলা জমিয়াতুল মোদার্রেছীনের জেলা নেতাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। এসময় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি জনাব প্রফেসর ড: আহসান উল্লাহ বলেন, সরকার মাদ্রাসা শিক্ষকদের প্রাণের দাবী আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ ধীরে ধীরে সব দাবী পূরণ করে দিচ্ছে। এখন আমাদের মাদ্রাসা শিক্ষার মান বাড়াতে হবে। সবাইকে শিক্ষকতাকে চাকুরী না ভেবে সেবা বলে মনে করতে হবে। তিনি বলেন আমাদের সন্তানদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মাদ্রাসায় যেন কখনও জঙ্গিরা না ঢুকতে পারে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। এ লক্ষ্যে সরকারী পদক্ষেপকে বাস্তাবয়নে আমাদের সহায়তা করতে হবে। জামালপুর জেলার বকশীগঞ্জে যাওয়ার পথে শেরপুরে যাত্রাবিরতির সময় জমিয়তের জেলা উপজেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক ড: ইলিয়াছ উদ্দিন, জেলা জমিয়তের সভাপতি অধ্যক্ষ মাও: নুরুল আমীন ও সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ