Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাঘের হাড় দাঁতসহ ৭ জন আটক

| প্রকাশের সময় : ১৫ মে, ২০১৭, ১২:০০ এএম

কয়রা (খুলনা) উপজেলা সংবাদদাতা : কয়রায় বাঘের হাড় দাতসহ ৭ জনকে আটক করেছে বন বিভাগ। জানাগেছে, সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের হড্ডা বন টহল ফাড়ি ও নলিয়ান স্টেশনের স্টাফরা গত শনিবার বিকালে শিবসা নদীতে অভিযান চালিয়ে ১১ টুকরা বাঘের হাঁড় ৪টি দাঁত ১টি নোখ ১টি নৌকাসহ ৭ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন কয়রা উপজেলার আমাদী গ্রামের মৃত্যু নওশের গাজীর পুত্র আঃ গফুর (৪৫) বালিয়া ডাঙ্গা গ্রামের ভজো হরির পুত্র ঠাকুর পদ মিস্ত্রিী (৫৬) সুলতান গাজীর পুত্র রুহুল আমিন গাজী (৫৫) কাটাখালি গ্রামের চাঁদ আলীর পুত্র আঃ রহিম (৫৫) মৃত্যু শতিষ সরকারের পুত্র চরন কুমার সরদার (৩৯) জায়গীর মহল গ্রামের নওশের আলীর পুত্র আত্তাব হোসেন (৫০) ও দাকোপ উপজেলার কালাবগী গ্রামের মৃত্যু মোমিন আলীর পুত্র মোঃ হোসেন সরদার(৪৫)। অভিযানকালে উপস্থিত ছিলেন হড্ডা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সুলতান মাহমুদ টুকু, স্টাফ শ্যামল কুমার পাল, শেখ খায়রুজ্জামান, নলিয়ান স্টেশনের স্টাফ দেলোয়ার হোসেন, আতিয়ুর রহমান, তৈয়বুর রহমান ও দিবাষিশ তালুকদার। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক(এসিএফ) এস এম শোয়েব খান বলেন, এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ