বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান, আমীরে শরীয়ত হযরত মাওলানা হাফেজ শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর বলেছেন, মহান আল্লাহ তা‘আলার অশেষ মেহেরবানীতে রহমত বরকত ও নাজাতের বর্তা নিয়ে পবিত্র রমাযান মাস আমাদের সন্নিকটে। এ মহান মাসে যেন মুসলমানদের সুন্দর পরিবেশে সিয়াম সাধানা করতে পারে সে ব্যপারে দেশের সরকারসহ সকলকে সতর্ক থাকা নৈতিক দায়িত্ব। কিন্তু প্রতি বছরই একটি মহল রমাযান মাস আসার পূর্বেই চাল ,ডাল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি করে মুসলমানদের চরম দুর্ভোগে ফেলে। এবারও তারা রমাযান মাস আসার পূর্বেই দ্রব্যমূল্য বৃদ্ধি করে জনগণকে অতিষ্ঠ করে তুলেছে। সরকারের উচিৎ স্বার্থন্নেসী এ মহলের অপতৎপরতা বন্ধ করে রোযাদার মুসলমানদেরকে প্রতারনার হাত থেকে রক্ষা করা। জনগণের স্বার্থে রমাযানের পূর্বেই দ্রব্যমূল্য কমাতে হবে।
গতকাল রাজধানীর কামরাঙ্গীরচর জামিয়া নুরিয়া ইসলামিয়ায় খেলাফত আন্দোলনের এক বৈঠকে তিনি এসব কথা বলেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সানা উল্লাহ, মুফতি ফখরুল ইসলাম, মাওলানা সুলতান মহিউদ্দিন, মুফতি খলিলুর রহমান ও হাফেজ আবুল কাসেম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।