Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় চুয়েট চ্যাম্পিয়ন

| প্রকাশের সময় : ১৫ মে, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : মেয়েদের জাতীয় পর্যায়ের কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট)। প্রতিযোগিতার প্রথম ও তৃতীয় স্থান দুটিই দখল করে অভাবনীয় সাফল্য দেখিয়েছে চুয়েটের মেয়েরা। সাতটি প্রোগ্রামিং সমস্যার মধ্যে ছয়টি সমাধান করে চুয়েটের কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের জান্নাতুল ফেরদৌস জেনি ও সুমাইয়া বিনতে হেদায়েতের দল ‘চুয়েট ডায়মন্ড অ্যান্ড রাস্ট’ চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া সাবেরা জামিলা, নুসরাত জাহান মনিশা ও ফাতিমা জাহিরার সমন্বয়ে ‘গার্লস অ্যার পার্লস’ দলটি পাঁচটি সমস্যার সমাধান করে প্রতিযোগিতার তৃতীয় স্থান অর্জন করেন। সম্প্রতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে রাজধানী ঢাকায় ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে “ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং কনটেস্ট-২০১৭” (এনজিপিসি) শীর্ষক এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। চ্যাম্পিয়ন দলকে নগদ ৫০ হাজার টাকা এবং প্রথম রানার আপ’কে ৩০ হাজার টাকা ও দ্বিতীয় রানার আপ’কে ২০ হাজার টাকা আর্থিক পুরস্কার প্রদান করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ