Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিআরইউকে কম্পিউটার সামগ্রী প্রদান করল আইসিটি মন্ত্রণালয়

| প্রকাশের সময় : ১৫ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে ৫টি কম্পিউটার, ১টি প্রিন্টার ও ১টি প্রজেক্টর প্রদান করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়। আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের পক্ষে এই কম্পিউটার সামগ্রী ডিআরইউ সভাপতি ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানীর কাছে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের। ডিআরইউ সাধারণ সম্পাদক মুরসালিন নোমানীর সঞ্চালনায় কম্পিউটার সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, বর্তমান প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক শেখ মাহমুদ এ রিয়াত ও আইসিটি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের। ডিআরইউ’র নেতৃবৃন্দ এই কম্পিউটার সামগ্রী প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আইসিটি মন্ত্রণালয় ডিআরইউর পাশে থাকবে এ আশাবাদ ব্যক্ত করেন। এ সময় ডিআরইউ সাংগঠনিক সম্পাদক জিলানী মিলটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাফি কামাল, কার্যনির্বাহী কমিটির সদস্য মাইনুল হাসান সোহেল, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জামাল, সাবেক ক্রিড়া সম্পাদক বদরুল আলম চৌধুরী খোকন ও সাবেক কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান, সংগঠনের সিনিয়র সদস্য মফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ