Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজ্ঞাপনে বাংলাদেশের চলচ্চিত্রের প্রথম তারকা জুটি অনন্ত ও বর্ষা

| প্রকাশের সময় : ১৫ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: বাংলাদেশের তারকা জগতে উজ্জ্বলতম দম্পতি হয়ে আছেন অনন্ত ও বর্ষা। এ জুটি পর্দায় যেমন রোমাঞ্চ দিয়ে দর্শকের মনে ঝড় তোলেন, তেমনি বাস্তব জীবনেও তারা অত্যন্ত রোমান্টিক ও সুখী জীবনযাপন করেন। এ সময়ে এমন তারকা দম্পতি বাংলাদেশে বেশ বিরল। বিশেষ করে চলচ্চিত্রে, এমন বেøজিং, অ্যামেজিং অ্যান্ড স্টানিং তারকা জুটি নেই বললেই চলে। অনন্ত ও বর্ষাই দেখিয়েছেন দম্পতি হয়েও সিনেমা দিয়ে দর্শক মাতিয়ে রাখা যায়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এ জুটি দীর্ঘদিন ধরে পর্দায় অনুপস্থিত থাকলেও, দর্শকের কাছে তাদের আবেদন একটু কমেনি। যেখানেই যান, সেখানেই তাদের এক নজর দেখার জন্য দর্শকের অস্বাভাবিক ভিড় পরিলক্ষিত হয়। সত্যিকারের স্টারডম কি এবং কীভাবে সৃষ্টি করতে হয়, তার নজির অনন্ত ও বর্ষা জুটি স্থাপন করেছেন। বলা বাহুল্য, স্টার বা সুপারস্টার হওয়া কোনো সহজ বিষয় নয়। এজন্য অনেক কাঠখড় পোড়াতে হয়। বিশ্বের এমন কোনো সুপারস্টার নেই, যাদের সুপারস্টার হতে অত্যন্ত কষ্টের পথ পাড়ি দিতে হয়নি। এক্ষেত্রে ব্যতিক্রম অনন্ত ও বর্ষা। তারা এলেন, জয় করলেন। এই ধারাবাহিকতায় এখনও এগিয়ে চলেছেন। ফলে দর্শকের যেমন তাদের প্রতি অত্যন্ত আগ্রহ রয়েছে, তেমনি তারাও এ আগ্রহকে সম্মান দেখিয়ে চলেছেন। সম্প্রতি এ তারকা জুটি একটি কোমল পানীয়র বিজ্ঞাপনচিত্রে প্রথমবারের মতো একসাথে মডেল হয়েছেন। বাংলাদেশের চলচ্চিত্রে কোনো তারকা জুটির একসাথে মডেল হওয়ার ঘটনা এটিই প্রথম। এদিক থেকে বলা যায়, এ জুটি পাইনিয়র হয়ে রয়েছেন। বিগ বাজেটের এবং বিগ অ্যারেঞ্জম্যান্টের এই বিজ্ঞাপনচিত্রটির শূটিং সম্প্রতি শেষ হয়েছে। এটি এখন প্রচারের অপেক্ষায় রয়েছে। বলা যায়, এ জুটির নতুন কোনো সিনেমা মুক্তির মতোই বিজ্ঞাপনটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এ ব্যাপারে অনন্ত ও বর্ষা বলেন, পারিবারিক ও ব্যবসায়িক ব্যস্ততার কারণে আমরা দীর্ঘদিন দর্শকের সামনে হাজির হতে পারিনি। আমরা আশা করি, এ বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে দর্শক আমাদের নতুন সিনেমা মুক্তির মতোই বিনোদন পাবেন। চলচ্চিত্রে আমাদেরকে দর্শক যেভাবে দেখে অভ্যস্ত, ঠিক সেভাবেই বিজ্ঞাপনচিত্রটিতে তারা দেখতে পাবেন। দীর্ঘদিন পর দর্শক আমাদেরকে তাদের মনের মতো করেই দেখতে পাবেন।



 

Show all comments
  • Laboni ১৫ মে, ২০১৭, ১:২৩ পিএম says : 0
    we are waiting to see that
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ