Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাকিবের কথামতো ঘর সংসার নিয়ে ব্যস্ত অপু

| প্রকাশের সময় : ১৫ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: শাকিবের চাওয়াকেই প্রাধান্য দিয়ে সংসার করছেন অপু বিশ্বাস। শাকিব চেয়েছেন অপু সিনেমায় কাজ না করুক। সংসার ও সন্তান জয়কে নিয়ে ব্যস্ত থাকুক। স্বামীর কথা মতো আপাতত ঘর সংসার নিয়েই আছেন অপু। অপু জানান, জয়কে ঘিরেই আমার সবকিছু। ওকে রেখে কোথাও যাওয়া যায় না। সারাক্ষণ ওর সঙ্গেই থাকতে হয়। মা হবার আগে কখনো বুঝতাম না মা হওয়া কতটা আনন্দের। সন্তানের খাবার থেকে শুরু করে ঘুম সবকিছুতেই খেয়াল রাখতে হয়। ওর ময়লা কাপড়গুলোও আমাকেই পরিষ্কার করতে হয়। শাকিবের সঙ্গে স¤পর্কের বিষয়ে অপু জানান, শবেবরাতে ছেলেকে দেখতে এসেছিল শাকিব। ছেলের জন্য উপহারও এনেছিল। অভিনয়কে বিদায় জানাচ্ছেন কিনা এ ব্যাপারে এখনই কিছু বলতে চান না অপু। বললেন, পরেরটা পরে দেখা যাবে। আগে সংসার। এদিকে তার আটকে থাকা সিনেমাগুলোর মধ্যে রয়েছে- পাঙ্কুজামাই, মাই ডার্লিং, মা, ভালোবাসা ২০১৭। অপু যদি চলচ্চিত্রে না ফেরেন তবে এসব সিনেমার ভবিষ্যৎ অন্ধকার। যদিও সন্তানসহ গণমাধ্যমের সামনে আসার পর তিনি জানিয়েছিলেন অভিনয়ে ফিরবেন। কিন্তু এখন অভিনয়ের প্রসঙ্গে কিছুই বলছেন না তিনি। ফলে অপুর চলচ্চিত্রে ফেরা নিয়ে শঙ্কা এবং সংশয় দেখা দিয়েছে।



 

Show all comments
  • Md Hasan ১৫ মে, ২০১৭, ১২:৪৫ পিএম says : 0
    GOD bless u
    Total Reply(0) Reply
  • BABUL ১৬ মে, ২০১৭, ৫:৩৭ পিএম says : 0
    God bless you and your family.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ