Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম টু

| প্রকাশের সময় : ১৫ মে, ২০১৭, ১২:০০ এএম

গুপারহিরো সায়েন্স ফিকশন অ্যাকশন-অ্যাডভেঞ্চার ফিল্ম ‘গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম টু’ পরিচালনা করেছেন জেমস গান। ‘গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম টু’ মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের পঞ্চদশ এবং ‘গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি’ সিরিজের দ্বিতীয় চলচ্চিত্র। ‘¯িøদার’ (২০০৬), ‘সুপার’ (২০১১), ‘মুভি ফর্টি থ্রি’ (২০১৩) এবং ‘গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি’ (২০১৪) গান পরিচালিত চলচ্চিত্র।
শিশু গ্রুটের (ভিন ডিজেল) দেখভাল করার পাশাপাশি চার গার্ডিয়ান- পিটার কুইল ওরফে স্টার-লর্ড (ক্রিস প্র্যাট), গামোরা (যোয়ি সালডানা), ড্র্যাক্স (ডেইভ বতিস্তা) এবং রকেট (ব্র্যাডলি কুপার) মূল্যবান অ্যানুলাক্স ব্যাটারি উদ্ধার করতে গিয়ে এক বিশাল জন্তুর মুখোমুখি হয়। তারা সভরেইনের হাতে ব্যাটারিগুলো তুলে দেয়, তবে সবগুলো নয়। রকেট এর মধ্য থেকে কয়েকটা সরিয়ে রাখে। আর তাতে গার্ডিয়ানরা বড় একটি ঝামেলায় পড়ে যায়। হাই প্রিস্টেস আয়েশার (এলিজাবেথ ডেবিচকি) ক্রোধ থেকে রক্ষা পাবার জন্য যখন তারা পালিয়ে বেড়াচ্ছে ঠিক সেই সময় পিটারের সঙ্গে তার বাবা ইগো (কার্ট রাসেল) যোগাযোগ করে। ইগো এখন নিজেই একটি গ্রহের মালিক, সেখানে শুধু সে আর তার সহকারী ম্যান্টিস (পম ক্লিমেন্টিয়েফ) থাকে। গার্ডিয়ানরা কিন্তু নিশ্চিত নয় ইগো বন্ধু না শত্রু। কিন্তু এরপরও পিটার যাতে তাকে আরো জানতে পারে সেজন্য তার সেই গ্রহে পা রাখে। এদিকে ইয়োন্ডু আর র‌্যাভেজাররাও রকেটের চুরি করা ব্যাটারিগুলো পেতে চায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ