Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

কুমিল্লা উইমেন্স কলেজের ১৮ শিক্ষককে বিদায় সংবর্ধনা

| প্রকাশের সময় : ১৫ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে : কুমিল্লা সরকারি মহিলা কলেজের (উইমেন্স কলেজ) ৯টি বিভাগের ১৮ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বদলি ও অবসরে যাওয়া এসব শিক্ষকদের গত শনিবার রাত ৯টায় কলেজ শিক্ষক পরিষদের পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়। শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর আবদুল খালেক। শিক্ষকদের বিদায় অনুষ্ঠান ঘিরে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. রুহুল আমিন ভূইয়ার সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু তাহের। কলেজ শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন বাংলা বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু হেনা এম আব্দুল আউয়াল, ইংরেজি বিভাগীয় প্রধান রেহানা পারভীন ও হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. আজহারুল ইসলাম। শিক্ষক পরিষদের সম্পাদক আজহারুল ইসলাম ভূইয়া ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ মহসীনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বদলি ও অবসরজনিত কারণে বিদায় সংবর্ধিত শিক্ষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর নাজনীন রহমান, মো. আনোয়ার হোসেন, ইসলামের ইতিহাস বিভাগের প্রফেসর জামাল নাসের, গণিত বিভাগের প্রফেসর মেজবাহ উদ্দিন আহমেদ, মো. হাবিবুর রহমান, প্রাণীবিদ্যা বিভাগীয় প্রধান হরিপদ দাস, পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর দিলীপ কুমার সাহা, রবিউল আলম খান, উদ্ভিদবিজ্ঞানের প্রফেসর ফরিদ উদ্দিন, মো. হেলাল উদ্দিন, বাংলা বিভাগের মো. ওয়াজেদ আহসান, মো. তৈৗফিকুল আলম, মো. হোসেন কবির, দিলারা জাহান, সমাজকল্যান বিভাগের জান্নাত বিনতে মামুন ও মো. মাইনুদ্দিন অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন। বিদায় সংবর্ধিত শিক্ষকদের মানপত্র, সম্মাননা ক্রেষ্ট, ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ