Inqilab Logo

শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বগুড়ায় জাসদ নেতার পুত্র ছুরিকাঘাতে নিহত

| প্রকাশের সময় : ১৫ মে, ২০১৭, ১২:০০ এএম

বগুড়া অফিস : জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য এড. ইমদাদুল হক ইমদাদের ছেলে মাশুক ফেরদৌসকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মাশুক এসওএস স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র। গত শনিবার রাতে বগুড়া শহরতলির মাটিডালী এলাকায় নিজ বাসভবনের কিছু দুরেই তাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় মাশুককে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে।
নিহত মাশুকের আত্মীয়রা জানান, গত বেশ কিছুদিন ধরে মাটিডালি স্কুলের পরিচালনা কমিটি নিয়ে নিহতের পিতা ইমদাদের সাথে প্রভাবশালী প্রতিপক্ষের বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে কিছুদিন আগে সংবাদ সম্মেলনও করা হয়েছে। তাই তাদের ধারণা এ বিরোধের জের ধরেই মাশুককে পরিকল্পিতভাবে হত্যা করা
হয়েছে। তবে পুলিশ তাৎক্ষনিকভাবে এ হত্যাকান্ডের কারণ বলতে পারেনি। রোববার থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানা গেছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ