Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে বজ্রপাতে আহত ৩

| প্রকাশের সময় : ১৫ মে, ২০১৭, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ মরুয়াদহ গ্রামে (ধাপচিলা) বজ্রপাতে একই বাড়ির ৩ জন আহত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মেডিকেল টিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা চিকিৎসা দেয়া হয়। আহতরা হলেন ওই গ্রামের নয়া মিয়ার স্ত্রী কাফিরান (৪০), রেজাউল হকের স্ত্রী ফাতেমা (৩০), আলিম উদ্দিনের পুত্র আলি হোসেন (৫৫)। জানা যায়, গতকাল রোববার ভোররাত থেকেই মুষুল ধারে বৃষ্টি পড়ছিল। কাফিরান ও ফাতেমা রান্না করতে ছিল। এমন সময় বাড়ির নিকটবর্তী স্থানে বজ্রপাত ঘটে। এ বজ্রপাতের গরম শক লেগে তারা আহত হয়। হাসপাতালে চিকিৎসাধীন কাফিরান এখনো কথা বলতে পারছে না। কাফিরানের পাশে থাকা তার খালা জানান, বজ্রপাতে আহত হওয়ার পর থেকেই কথা বলছে না। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার বিশ্বেস্বর চন্দ্র বর্মন জানান কাফিরান চিকিৎসা দেয়া হচ্ছে। কথা বলতে আরো সময় লাগবে। তিনি আরও জানান, কাফিরানের চিকিৎসা আমাদের আওতার মধ্যে আছে। তবে পরিস্থিতি অবনতির দিকে গেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া জানান, লোক মারফত সংবাদ পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেডিকেল টিম ঘটনাস্থলে পাঠিয়ে আহতদের হাসপাতালে নেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ