Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিডিও কলে প্রবাসী স্বামীকে দেখিয়ে স্ত্রীর আত্মহত্যা

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ মে, ২০১৭, ৩:৩৬ পিএম

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : ভিডিও কলে প্রবাসী স্বামীকে দেখিয়ে স্ত্রীর আত্মহত্যা করেছেন দুই সন্তানের জননী সাবিনা।

শনিবার রাত ১টায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

শনিবার রাতে ভিডিও কলে স্বামীর সঙ্গে পারিবারিক বিষয়ে ঝগড়ার জেরে আত্মহত্যার ঘটনা ঘটান তিনি।

সাবিনা ইয়াসমিনের বাবা আবদুল কুদ্দুস এবং মা আয়েশা বেগম। তাদের বাসা ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া এলাকায়। সাবিনার স্বামী শাহ নেওয়াজ দুবাই থাকেন। আত্মহত্যার সময় তাদের দুই শিশুসন্তান নানা-নানীর কাছে ছিল।

শুক্রবার রাতে স্বামী শাহ নেওয়াজের সঙ্গে সরাসরি ভিডিও কলে পারিবারিক বিষয়ে তার ঝগড়া হয়। এরপর শনিবার গভীর রাতে স্বামীকে ভিডিও কলে দেখিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

স্বামী শাহ নেওয়াজ বিষয়টি সাবিনার বাবা ও মাকে জানান। তারা সকালে রুহিয়া থেকে এসে মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পান। এ সময় সাবিনার সন্তানরা তার নানার বাসায় ছিল। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

সাবিনার বাবা আবদুল কুদ্দুস জানান, স্বামীর সঙ্গে ভিডিও কলে ঝগড়ার জেরে তার মেয়ে এভাবে আত্মহত্যা করেছে।



 

Show all comments
  • norollah ১৪ মে, ২০১৭, ৯:২৫ পিএম says : 0
    Ar koti manush pran debe evabe. Allah tayala amaderke hefajot koruk amin
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ