Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিশোরগঞ্জে হোমিওপ্যাথি মেডিকেল অধ্যক্ষের অপসারণ দাবি

কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ মে, ২০১৭, ১২:০৫ পিএম

কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা : স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কিশোরগঞ্জের আলহাজ আব্দুল কুদ্দুস হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মাজহারুল ইসলামের অপসারণ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটি ও ভোরের আলো সাহিত্য ফোরাম যৌথভাবে আজ রবিবার শহরের ইসলামিয়া সুপার মার্কেট সড়কে এ কর্মসূচি পালন করে।

এসময় বক্তারা অভিযোগ করেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা ও বিজয় দিবসসহ জাতীয় কোনো কর্মসূচি এখানে পালন করা হয় না। ইতোপূর্বে জামাতের ডাকা হরতালে ভারপ্রাপ্ত অধ্যক্ষের নির্দেশে কলেজ বন্ধ রাখা হয়। তাছাড়া প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়মিত ভাতাও দেওয়া হয় না। এসব বিষয়ে কলেজের ১০ জন শিক্ষক সম্প্রতি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

এ সময় বক্তব্য রাখেন যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটির সভাপতি রেজাউল হাবিব রেজাউল হাবিব রেজা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খায়রুল, জামিল আনসারী, আজিজুর রহমান দুলাল, আতিকুর রহমান পিন্টু, মো. ফারুকুজ্জামান, আবুল কাশেম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ