বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শেরপুর জেলা সংবাদদাতা : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল বাজার এলাকার ভোগাই নদীর নৌকার ঘাট থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা লাশের পরিচয় মিলেছে।
উদ্ধার করা লাশটি ভারতীয় নাগরিকের। তার নাম টি এলেন মমিন (৬৯)। তিনি ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার বাঘমারা থানার প্রমোদ মমিনের ছেলে।
শনিবার রাতে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এ বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানান নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাসুদুজ্জামান।
তিনি বলেন, আদালতের নির্দেশনা পেলেই নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ওই লাশ বিজিবি-বিএসএফ ও দুই দেশের পুলিশের মধ্যস্থতার মাধ্যমে ভারতে প্রেরণ করা হবে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে নালিতাবাড়ী উপজেলার নয়াবিল বাজার এলাকার ভোগাই নদীর নৌকার ঘাটে একটি অজ্ঞাতনামা লাশ ভাসতে দেখে এলাকাবাসী।
পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশটি ভারতের সীমান্ত থেকে ভেসে আসতে পারে বলে পুলিশ ও এলাকাবাসী ধারণা করেন। পরে পুলিশ ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে ওই লাশের ছবি ও বর্ণনা ই-মেইল এর মাধ্যমে প্রেরণ করে।
বিএসএফ লাশের ছবি ও বিস্তারিত বর্ণনা দেখে নিশ্চিত করেন যে ওই অজ্ঞাত লাশের নামটি এলেন মমিন। তিনি ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার বাঘমারা থানার প্রমোদ মমিনের ছেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।