Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিসিক শিল্প নগরীর চালু কারখানা বন্ধের নির্দেশ

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৭, ১২:০০ এএম

পটিয়া উপজেলা সংবাদদাতা: সরকার যেখানে শিল্পায়নের জন্য লোকজনকে উদ্বুদ্ধ করছে সেখানে চালু শিল্প কারখানা বন্ধের নোটিশ দিয়েছে পটিয়ার বিসিক কর্তৃপক্ষ। উৎকোচ না পেয়ে পটিয়ার বিসিক শিল্প নগরীর কর্মকর্তা ও চট্টগ্রাম জেলার উপ-মহাব্যবস্থাপক পরপস্পর যোগসাজসে পটিয়া বিসিকের চিটাগাং স্পাইসেস এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড কারখানাটির প্লট বাতিলের নোটিশ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উক্ত কারখানার পরিচালক এই ব্যাপারে গত ১১ মে বিসিক চেয়ারম্যান ও দুদকে অভিযোগ দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পটিয়া বিসিক শিল্প নগরীতে দীর্ঘ ৩০ বছর ধরে চিটাগাং স্পাইসেস এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড কোম্পানীর প্রতিষ্ঠানটি চলে আসছে। বিসিক শিল্প নগরীর বাৎসরিক খাজনার টাকা বকেয়া হলে বর্তমান বিসিকের ভারপ্রাপ্ত উপ-মহা ব্যবস্থাপক কৃষ্ণ কুমার আচার্য্য উক্ত প্রতিষ্ঠানের পরিচালক মো. ইলিয়াস থেকে উৎকোচ দাবি করেন। অন্যথায় কারখানা বন্ধের হুমকি দেয়। উৎকোচ না দেওয়ায় চট্টগ্রাম জেলা প্রশাসকের বিগত ৩ এপ্রিল ৫৯তম ভুমি বরাদ্দ কমিটির সভায় মিথ্যা তথ্য দিয়ে উক্ত প্রতিষ্ঠানের প্লট বাতিলের সিদ্ধান্ত নেয়। সে মোতাবেক প্লট বাতিল সংক্রান্তে গত ১৭ এপ্রিল উক্ত প্রতিষ্ঠানের প্লট বাতিলের জন্য প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের বরাবরে নোটিশ প্রদান করেন। পরিচালক মো. ইলিয়াস জানান, এ সংক্রান্তে পূর্বের কোন অবগতি কিংবা কারণ দর্শানো নোটিশ না দিয়ে কর্তৃপক্ষ বেআইনী কাজ করেছে। যা শিল্পায়নের ক্ষেত্রে বিধি সম্মত নয়। এতে শিল্প উদ্যোক্তা শিল্পায়নে উৎসাহ হারাবে।
উৎকোচের বিষয়টি অস্বীকার করে পটিয়া বিসিকের ভারপ্রাপ্ত উপ- মহা ব্যবস্থাপক কৃষ্ণ কুমার আচার্য্য বলেন, চিটাগাং স্পাইসেস নামের প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বন্ধ। তাছাড়া ওই প্রতিষ্ঠানটি অন্যজনকে ভাড়ায় লাগিয়ত করে দিয়েছেন। এই ধরনের অনেক প্রতিষ্ঠানের প্লট ইতোপূর্বে বাতিল করা হয়েছে। কারখানা চালু থাকলে কর্মসংস্থানের যেমনি লাভ হবে তেমনি দেশ অর্থনৈতিকভাবেও লাভবান হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ