Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

গোয়ালন্দে বন্দুকযুদ্ধে চরমপন্থী নিহত আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৭, ১২:০০ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার রাখাল গাছির চর এলাকায় গত শুক্রবার গভীর রাতে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি লাল পতাকা বাহিনীর প্রধান রকিবুল ইসলাম রকি অরুফে বাপ্পি ও তার সহযোগি লালন মোল্লা নিহত হয়েছে। সেই সাথে আহত হয়েছে র‌্যাবের দুই সদস্য।
নিহত রকিবুল ইসলাম রকি অরুফে বাপ্পি পাবনা এলাকার শফি মুন্সির ছেলে ও তার সহযোগী লালন মোল্লা রাজবাড়ী জেলার বরাট ইউনিয়নের বরাট এলাকার কুদ্দস মোল্লার ছেলে। র‌্যাব আট-ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোঃ রইচ উদ্দিন জানান, গোপন সংবাদে চরমপন্থীদের বৈঠকের খবর পেয়ে র‌্যাবের একটি দল গোয়ালন্দ উপজেলার রাখাল গাছির চর এলাকায় অভিযান চালায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ