Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেনাপোলে উচ্ছেদ চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৭, ১২:০০ এএম

বেনাপোল অফিস : যশোরের বেনাপোলের দূর্গাপুর গ্রামের জনৈক নাজমুল হোসেন মুকুল অসহায় বৃদ্ধের বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে বলে বেনাপোল প্রেসক্লাবে গতকাল শনিবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন বস্তভিটার প্রকৃত মালিক আনোয়ার হোসেন খোকন।
সাংবাদিক সম্মেলনে খোকনের মা রিজিয়া খাতুন লিখিত অভিযোগ পত্রে বলেন, মুকুল তার ৫ শতক জমি ৮ লাখ টাকার বিনিময়ে এক ছেলে এক মেয়ের অংশ ক্রয় করেছে। পরবর্তীতে বাড়ির সীমানা বাড়াতে মুকুল তাদের বাকি অংশ টুকু কিনে নিতে আমাদের উপর চাপ প্রয়োগ করেছে। এ বিষয়টি আদালতে বিচারাধীন থাকা সত্বেও মুকুল প্রায় বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে তার পরিবারের উপর হামলার চেষ্ঠা করেছে। অন্যত্র চলে যাওয়ার জন্য এবং জীবননাশের হুমকি দেয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে তাদের ও পরিবারকে রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ