Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষার অনুক‚ল পরিবেশ নিশ্চিত করতে হবে কেসিসি মেয়র

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৭, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বলেছেন, সমাজ এবং রাষ্ট্রকে সমৃদ্ধ করার জন্য শিক্ষার্থীদের মানব সম্পদে পরিণত করতে হবে। শুধু সার্টিফিকেটের জন্য শিক্ষা নয়, সুনাগরিক এবং আদর্শ মানুষ হিসেবে আজকের প্রজন্মকে গড়ে তুলতে শিক্ষক এবং অভিভাবকদের আরো দায়িত্বশীল হতে হবে। পাশাপাশি গৃহে এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষার জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে। গতকাল শনিবার বেলা ১১টায় কেসিসি পরিচালিত দারুল কুরআন ক্যাডেট দাখিল মাদরাসায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ২০১৬ সালে মাদরাসার এবতেদায়ী সমাপনী পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত এবং দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জ্ঞাপনের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান, সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তার ও ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান ফিরু। অন্যান্যের মধ্যে কেসিসি’র শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, অধ্যক্ষ মোঃ জুলফিকার আলী, কেসিসি’র সাবেক কাউন্সিলর ও মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাওলানা মোঃ হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা গাজী ইকরামুল হক, এ্যাড. নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ