বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পরিণত করাই আমাদের স্বপ্ন ডেপুটি স্পিকার
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া এমপি বলেছেন, রংপুর বিভাগকে কৃষি শিল্প শিক্ষা সংস্কৃতি ও পর্যটনে উন্নয়নের কেন্দ্র বিন্দুতে পরিণত করাই আমাদের স্বপ্ন। ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশের মহান ¯’পতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্ন সোনার বাংলা গড়ার প্রত্যয়কে সামনে রেখে প্রধানমন্ত্রী শেষ হাসিনার ভিশন -২০২১ অর্জনের লক্ষ্যে দিন বদলের সনদ বাস্তবায়ন এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে রংপুর বিভাগকে জাতীয় উন্নয়নের সকল ধারায় সমৃদ্ধ করতে আমরা দৃঢ. প্রতিজ্ঞ। গতকাল শনিবার বিকেলে কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে রংপুর বিভাগ সমিতির ঢাকা এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠানে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া প্রধান অতিথি’র বক্তব্যে একথা বলেন। রংপুর বিভাগ সমিতি ঢাকা এর সভাপতি আলহাজ্জ এডভোকেট আব্দুলাহ আল নাসের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নূরুজ্জামান আহমেদ এম পি, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ্পচার্য অধ্যাপক ড. এ কে এম নূর উন নবী, ধর্মমন্ত্রীর পিএস ড. আবুল কালাম আজাদ, ড. মোঃ শওকত আলী, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জনরুল ইসলাম, ঢাকা ওয়াসার চেয়ারম্যান ড. মোঃ হাবিবুর রহমান, ড. মোবারক আলী আকন, ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান। সভাপতির বক্তব্যে এডভোকেট আব্দুল্লাহ আল নাসের বলেন, উত্তরাঞ্চলীয় এলাকার বিশাল জনপদ যুগ যুগ ধরে অবহেলিত। তিনি বলেন, রংপুর বিভাগের সকল জেলা ও উপজেলায় কৃষি, শিক্ষা , সংস্কৃতি এবং শিল্পাঞ্চলের উন্নতির লক্ষ্যে অবিলম্বে গ্যাস সরবরাহের উদ্যোগ নিতে হবে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।