Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্বাভাবিক লোডশেডিং উৎপাদন ব্যাহত

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৭, ১২:০০ এএম

কমছে সাধারণের আয় : অপ্রতিরোধ্য গতিতে বাড়ছে দ্রব্যমূল্য
মাধবদী (নরসিংদী) উপজেলা সংবাদদাতা : পবিত্র রমজানের মাস আসার আগেই মাধবদীতে চালসহ দ্রব্যমূল্য বেড়েছে শঙ্কাজনক হারে। পণ্য ভেদে খুচরা মূল্য কেজিতে বেড়েছে ৫ থেকে ৫০টাকা। অনেক নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। চালের দাম ইতোমধ্যেই ৮ থেকে ১২ টাকা বেড়েছে। বেড়েছে সবজি, মাছ ও মসলার দাম। গরুর গোস্ত কেজিতে ১০০টাকা বেড়ে ৫০০ টাকা, খাসির মাংস ১৫০ টাকা বেড়ে ৮০০টাকা বিক্রি হচ্ছে। বিক্রেতারা পামওয়েল তৈলকে সয়াবিন তৈল বলে বিক্রি করছে কেজিতে ১০ টাকা বাড়িয়ে ৯০ টাকা থেকে ১০০ টাকায়। বেড়েছে আদা, পিয়াজ, রসুন, হলুদ, মরিচ ও গুড়া মসলা। এদিকে রমজানের আগেই মাধবদীর সাধারণ শ্রমজীবী খেটে খাওয়া মানুষের আয় কমেছে আশঙ্কাজনক হারে। তার ওপর দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় মারাতœক সমস্যায় পড়েছে এ অঞ্চলের নি¤œ আয়ের সাধারণ মানুষেরা। তাদের আয় কমার পেছনের কারন অনুসন্ধানে জানা যায় মাধবদীর বৃহৎ পাওয়ারলোম শিল্পের সমস্যা। কেননা তৈরি কাপড় বিক্রিতে লোকসান দিতে দিতে ৬০ শতাংশ কারখানা ইতিমধ্যেই অঘোষিত ভাবে বন্ধ হয়ে গেছে। অর্থাৎ যে কারখানায় ১’শ পাওয়ারলোম মেশিন আছে তাতে ১ থেকে ১৫টি লোম চালু রাখা হয়েছে। কারন একেবারে পুরো কারখানা বন্ধ থাকলে মেশিনের মটারসহ খুচরা যন্ত্রাংশ চুরি হওয়ার ভয় থাকে। এমনটিই জানিয়েছেন কারখানা মালিক জাহাঙ্গীর আলম, বাবুল মিয়াসহ বেশ কয়েকজন। অপরদিকে গত ১ মাস যাবৎ মাধবদীতে দিন রাতে গড়ে বিদ্যুতের লোড শেডিং হয় ১ থেকে ১৪ ঘন্টা। ফলে যেসব কারখানা আংশিক চালু রয়েছে সে গুলোতেও শ্রমিকরা বিদ্যুতের অভাবে কাজ করতে না পারায় উৎপাদন নি¤œ পর্যায়ে নেমে আসায় আশানুরূপ বিল পাচ্ছেনা। এতে করে নি¤œ মধ্যবিত্তদের আয় কমেছে দ্রব্যমূল্য বেড়ে দুর্ভোগ চরমে উঠেছে। এ ব্যাপারে রমজান মাস আসার আগেই দ্রব্যমুল্যের উর্ধগতি রোধে ব্যবস্থা নেয়া এবং গ্রীষ্মকাল শুরুর প্রথম থেকেই বিদ্যুতের লোডশেডিং এর কারন অনুসন্ধান করে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন মাধবদীর সর্বস্তরের সাধারণ মানুষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ