Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আঁখি চৌধুরীর লালন সঙ্গীতের অ্যালবাম

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: লালন সঙ্গীতের পূর্ণাঙ্গ অ্যালবাম নিয়ে হাজির হলেন শিল্পী আঁখি চৌধুরী। অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস মিউজিকের ব্যানারে প্রকাশ হয়েছে এই শিল্পীর ‘আখি চৌধুরীর লালনের গান’ শিরোনামের একক অ্যালবাম। লালন সাঁইয়ের ৫টি গানের সংগীতায়োজন করেছেন সুজন। অ্যালবামটিতে মোট গান রয়েছে ৫টি। গানগুলো হচ্ছে- অচিন পাখি, বারাম খানা, ধন্য ধন্য বলি, মিলন হবে কত দিনে, পাখি। আঁখি চৌধুরী বলেন, ‘আমার এই অ্যালবামের গানগুলো শ্রোতাদের পছন্দকে প্রাধান্য দিয়ে বাছাই করেছি। সংগীতায়োজনে নতুনত্ব আছে। লালন ভক্তরা শুনে আনন্দ পাবেন।’ সিডি চয়েস মিউজিকের স্বত্বাধিকারী এমদাদ সুমন অ্যালবাম সম্পর্কে বলেন, ‘লালনের গানের শ্রোতা সব শ্রেণী-বয়সের। অ্যালবামের গানগুলো আমার খুবই ভালো লেগেছে। পরিচিত আর জনপ্রিয় সব গান। নিজের মতো করে লালনের আমেজে গেয়েছেন আঁখি। আশা করি যারা লালনের গান শুনেন তাদেরও ভাল লাগবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ