Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শৈশব থেকেই ‘কিছুটা বিতর্কিত’ মাইলি সাইরাস

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৭, ১২:০০ এএম

গায়িকা-অভিনেত্রী মাইলি সাইরাসের বিশ্বাস তিনি একেবারে শৈশব থেকেই ‘কিছুটা বিতর্কিত’।
২৪ বছর বয়সী অভিনেত্রীটি কৈশোর পেরোবার পর মঞ্চে পারফরমেন্স করতে গিয়ে উগ্র অঙ্গভঙ্গি এবং আবেদনময় আচরণের জন্য বারবার বিতর্কিত হয়েছেন। তিনি জানিয়েছেন এই উগ্র আচরণ আসলে তার ব্যক্তিত্বেরই প্রতিফলন।
মাইলি স¤প্রতি ডিজনি রেডিওতে দেয়া এক সাক্ষাতকারে তার বিতর্কিত আচরণ সম্পর্কে বলেছেন। তিনি এখানে তার অভিনয়ে জনপ্রিয় টিভি সিরিজ ‘হ্যানা মন্টানা’র অডিশন টেপ প্রদর্শন করেন।
“আমার টি-শার্টে লেখা ছিল ‘আমার নিজেরই একটি টিভি অনুষ্ঠান থাকা দরকার’। আমি বরাবরই কিছুটা বিতর্কিত,” তিনি সাক্ষাতকারে বলেন।
মাইলি জানান সবসময়ই তিনি কিছুটা ঠোঁটকাটা ধরনের মানুষ, তার মতে তারকা হওয়ার জন্যই তার জন্ম।
প্রদর্শিত ভিডিও ক্লিপটিতে শিশু মাইলিকে যখন জিজ্ঞাসা করা হয় সে কোনও মিউজিক লেবেলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি কিনা সে জবাব দেয় : “না, তবে নিশ্চিত করে তা ঘটবে।”
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ