রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : সিরাজগঞ্জ সদর উপজেলায় সালিশ বৈঠক চলাকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১২জন আহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত শহীদুল ইসলাম (৩৫), নূর ইসলাম (৫০) ও আব্দুল হাইকে (২৬) সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। সিরাজগঞ্জ সদর থানার এসআই আবু জাফর জানান, বাঐতারা গ্রামের শহীদুল ইসলাম ও চাঁন মিয়া গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধ মিমাংসার জন্য স্থানীয় মাতবররা শুক্রবার সালিশ বৈঠকের আয়োজন করেন। বৈঠকের এক পর্যায়ে বিবাদমান উভয় গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের অন্ততঃ ১২জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
দুর্বৃত্তদের হামলায় ছাত্রলীগ নেতা আহত
সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলীতে দুর্বৃত্তের হামলায় ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় বহুলী বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ছাত্রলীগ নেতা ইউসুফকে (২৫) সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, বহুলী ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সদস্য ইউসুফ শুক্রবার সন্ধ্যায় বহুলী বাজার থেকে বাড়ি ফেরার পথে একই এলাকার আব্দুল মান্নান মহান ও তার ছেলে শিমুল তাকে চলন্ত মোটরসাইকেলের উপর হামলা করে। এসময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে ইউসুফের মাথায় ও পিঠে মারাত্মক জখম হয়। পরে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। আহত ইউসুফ অভিযোগ করেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল, আশিক, যুবলীগের রনি নাজিম রুবেলসহ কতিপয় নেতার ইন্ধনে ও সহযোগীতায় পরিকল্পিতভাবে তার উপরে হামলা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।