Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বই উপহার দেয়ায় জঙ্গি আতঙ্ক!

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : রূপগঞ্জে অপরিচিত একটি সংগঠনের বই উপহার দেয়াকে কেন্দ্র করে জঙ্গি আতঙ্ক বিরাজ করছে। আর জঙ্গি সন্দেহে জিজ্ঞাসা করায় স্থানীয় মুসুল্লিকে পিটিয়ে আহত করেছে বই প্রাপ্ত ব্যক্তি। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সকালে উপজেলার দাউদপুর গ্রামে। দাউদপুর গ্রামের মোয়াজ্জেম জানান, একই এলাকার আসমত, খোরশেদ, সামসুল হক মাস্টার দীর্ঘদিন যাবৎ অপরিচিত কিছু লোক নিয়ে ঘরোয়াভাবে মিটিং করে আসছে। সম্প্রতি ওই অপরিচিতজনদের পক্ষ থেকে খাস দাউদপুর জামে মসজিদ বরাবর ৭ কার্টুন ইসলামী বই পাঠায় তারা। এ বই গুলো সমাজে না দিয়ে স্থানীয় আসমত আলীর ঘরে রেখে দেয়। এতে ঘটনার রহস্য জন্ম নেয়। স্থানীয়ভাবে জঙ্গি ঘাটি হচ্ছে বলে অপপ্রচার চালানো হয়। পরে এর কারন জিজ্ঞাসা করলে মোয়াজ্জেমকে পিটিয়ে আহত করা হয়। তবে এ ঘটনায় থানায় অভিযোগ দেয়নি হামলার শিকার মোয়াজ্জেম। অভিযুক্ত সামসুল হক্ব মাস্টার বলেন, আমাদের দাবীর মুখে জমিয়তে আহলে হাদীসের পক্ষ থেকে এখানে একটি মসজিদ নির্মাণের জন্য মাঝে মাঝে কিছু ওলামা আসেন। ৭ কার্টুন ইসলামী কিতাব উপহার দিয়েছেন। তবে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের লোকজন জঙ্গি বলে অপপ্রচার চালাচ্ছে। যাতে এখানে মসজিদ নির্মাণ করা ও বই না দেয়া হয়। এ বিষয়ে দাউদপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গির মাস্টার বলেন, ঘটনাটি উভয় পক্ষের ভুলবুঝাবুঝিতে ঘটেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ