Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

একই ওড়নায় ফাঁস দিল প্রেমিক-প্রেমিকা

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ মে, ২০১৭, ১২:২০ পিএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : গোপালগঞ্জের কাশিয়ানীতে একই ওড়নায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে প্রেমিক-প্রেমিকা।
শনিবার ভোরে উপজেলার থানাপাড়া এলাকার একটি গাছ থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন- ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বারইপাড়া গ্রামের নওশের আলীর মেয়ে খুকু মনি (২২) ও কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামের মানিক মিয়ার ছেলে নুর ইসলাম (২৫)।
কাশিয়ানী থানার অফিসার আরিচার্জ (ওসি) একেএম আলীনুর জানান, কাশিয়ানী উপজেলার থানাপাড়া এলাকার ভগ্নীপতি রিপন মিয়ার বাড়িতে থাকতেন খুকু মনি। আর খুকু মনির ভগ্নীপতির সঙ্গে কাঠ মিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করতেন নুর ইসলাম। খুকু মনির সঙ্গে নুর ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
শনিবার ভোরে তারা বাড়ির পাশের একটি গাছের ডালে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
পরে স্থানীয়রা সকালে দুজনের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি জানান, আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। কারণ অনুসন্ধানের জন্য পুলিশ কাজ করছে।



 

Show all comments
  • Rayhan ১৩ মে, ২০১৭, ১:৫৯ পিএম says : 1
    ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে ,যারা প্রেমের জন্য জীবন দিয়েছে।
    Total Reply(0) Reply
  • Nur- Muhammad ১৩ মে, ২০১৭, ৯:০০ পিএম says : 0
    জনাব রায়হান, মানুষের বাঁচার জন্য সব কিছু। মরার জন্য নয়। মানুষ না থাকলে দেশ, মহাদেশ, পৃথিবীর কোন মূল্য নেই। আত্মহত্যা কাপুরুষের কাজ। কোন নীতি বা ধর্ম এটা সমর্থন করে না। তাই আমরা ও সমর্থন বা ধন্যবাদ দিতে পারি না। প্রেমিক প্রমিকার প্রেমকে সন্মান করি কিন্তু আত্মহত্যাকে নয়। আত্মহত্যা নিজের ইচ্ছাকৃত একটি ব্যাধি। আল্লাহ আমাদিগকে এই ব্যাধি থেকে মুক্ত রাখুক। আমিন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ