বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : গোপালগঞ্জের কাশিয়ানীতে একই ওড়নায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে প্রেমিক-প্রেমিকা।
শনিবার ভোরে উপজেলার থানাপাড়া এলাকার একটি গাছ থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন- ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বারইপাড়া গ্রামের নওশের আলীর মেয়ে খুকু মনি (২২) ও কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামের মানিক মিয়ার ছেলে নুর ইসলাম (২৫)।
কাশিয়ানী থানার অফিসার আরিচার্জ (ওসি) একেএম আলীনুর জানান, কাশিয়ানী উপজেলার থানাপাড়া এলাকার ভগ্নীপতি রিপন মিয়ার বাড়িতে থাকতেন খুকু মনি। আর খুকু মনির ভগ্নীপতির সঙ্গে কাঠ মিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করতেন নুর ইসলাম। খুকু মনির সঙ্গে নুর ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
শনিবার ভোরে তারা বাড়ির পাশের একটি গাছের ডালে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
পরে স্থানীয়রা সকালে দুজনের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি জানান, আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। কারণ অনুসন্ধানের জন্য পুলিশ কাজ করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।