Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শবেবরাতের রাতে গান বাজানোর প্রতিবাদ করায় খুন

ময়মনসিংহ আঞ্চলিক অফিস | প্রকাশের সময় : ১৩ মে, ২০১৭, ১০:৫৭ এএম

ময়মনসিংহ আঞ্চলিক অফিস : শবেবরাতের রাতে ময়মনসিংহ নগরীর আকুয়া এলাকায় গান বাজানোর প্রতিবাদ করায় আনোয়ারা বেগম (৪৫) নামের এক নারী বখাটেদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

শুক্রবার রাতে আকুয়া এলাকার ৩৬ বাড়ি কলোনিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আনোয়ারার মেয়ে নূরজাহান বেগম খুশি (১৫)।

কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার নগরীর আকুয়া ৩৬বাড়ি কলোনী এলাকায় শবেবরাতের নামাজের সময় সাউন্ডবক্সে গান বাজাচ্ছিল একই এলাকার মাহাবুবু, আহাদ ও রাহাদ। আনোয়ারা বেগম তাদেরকে গান বন্ধ করতে বলেন। এনিয়ে আনোয়ারার সঙ্গে তাদের তর্ক হয়। এরই জেরে শুক্রবার সন্ধ্যায় ওই নারীর বাসায় গিয়ে তাকে মাহাবুবু, আহাদ ও রাহাদ ছুরিকাঘাত করে। মাকে বাঁচাতে এসে ছুরিকাঘাতের শিকার হয় খুশি। পরে স্থানীয়রা মা-মেয়েকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মারা যায় আনোয়ারা বেগম। তবে খুশির অবস্থা আশংকামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।



 

Show all comments
  • মোঃ আব্দুল গাফফার ১৩ মে, ২০১৭, ৩:৫০ পিএম says : 0
    প্রিয় সম্পাদক সাহেব, খবর এখানেই শেষ? নাকি বখাটেদের বিরুদ্ধে কোন এ্যাকশনে পুলিশ গিয়েছে, সে রকম কোন খবর আছে?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ