বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুই চরমপন্থি নেতা নিহত হয়েছেন। আজ ভোর ৪টার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের দুর্গম পদ্মার রাখালগাছি চরে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন, নিষিদ্ধ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) নেতা পাবনার বাপ্পী (৩৪) ও তার সহযোগী রাজবাড়ীর বরাত ইউনিয়নের সাভার গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে লালন (৩৫)।
গোয়ালন্দ ঘাট থানার এসআই আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে র্যাব-৮ এর একটি দল ঘটনাস্থলে অভিযানে চালালে চরমপন্থি গ্রুপের সদস্যরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় র্যাবও পাল্টা গুলি চালালে ওই দুইজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এসময় সেখান থেকে একটি বিদেশী পিস্তল, দুইটি ওয়ান শ্যুটার গান,একটি একে-২২ বন্দুক, সাত রাউন্ড গুলি ও দুইটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এদিকে এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তারা হলেন- ল্যান্স কপোর্রাল হুরুন ও পিসি সিরাজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।