বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাকৃবি সংবাদদাতা : ভেটেরিনারি শিক্ষার্থীদের ইন্টার্ণশিপের ভাতা বৃদ্ধির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ভেটেরিনারি ছাত্র সমিতি।
গত বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড.মো. আলী আকবরের কাছে ওই স্মারকলিপি তুলে দেয়া হয়। স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের (বিভিসি) নিয়মানুযায়ী একজন ভেটেরিনারি ইন্টার্ণশীপ শিক্ষার্থীর ভাতা প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার অর্থাৎ ভেটেরিনারি সার্জনের বেতন স্কেলের সমান হওয়া উচিত। কিন্তু এখন পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি। যেহেতু ভেটেরিনারি সার্জনদের বেতন স্কেল বৃদ্ধি পেয়েছে সেহেতু এ সকল শিক্ষার্থীদেরও মাসিক ভাতা বৃদ্ধি করা উচিত। শিক্ষার্থীদের কষ্ট লাঘবের জন্য দ্রæত ভাতা বৃদ্ধির দাবিও জানান শিক্ষার্থীরা।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান, বাংলাদেশ ভেটেরিনারি ছাত্র ফেডারেশনের ভি.পি. অনন্ত পাল, যুগ্ম সম্পাদক সিয়াম আহমেদ ও ইমতিয়াজ আবীর, সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ, ূইন্টারন্যাশনাল ভেটেরিনারি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন বাংলাদেশ বাকৃবি চ্যাপ্টারের এক্সচেঞ্জ অফিসার মাহ্দী হাসান এবং সদস্য মোশাহেদ আহমেদ নাঈম ও আব্দুর রহমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।