Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে র‌্যাবকে দায়িত্ব দিন

গার্মেন্ট শ্রমিকদের মানববন্ধন

| প্রকাশের সময় : ১৩ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে র‌্যাবকে দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছে সমমনা গার্মেন্টস শ্রমিক সংগঠনসমূহ। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও লাল পতাকা মিছিল থেকে এ দাবি জানানো হয়।
মাবনবন্ধনে বক্তারা বলেন, হাওর অঞ্চলের ফসল ক্ষতিগ্রস্থ হওয়ার অজুহাতে ও সামনে রমজানকে পুঁজি করে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী ও মজুতদারদের কারসাজিতে কৃত্রিম সংকট করে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে চাল, ডাল, চিনি, ছোলা, মসলা, ভোজ্যতেল, আদা, রসুন, পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম। ধীরে ধীরে পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে।
তারা বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট, লুটে খাচ্ছে বাংলাদেশ। কোনো মন্ত্রণালয়ের ওপর ভরসা না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাজার নিয়ন্ত্রণের আহŸান জানান বক্তারা। একইসঙ্গে দোষীদের গ্রেপ্তার ও আইনে সোপর্দ করার জন্য অবিলম্বে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানকে (র‌্যাব) দায়িত্ব দিয়ে বাজার নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়ে আসার আহŸান জানান বক্তারা।
বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বজলুর রহমান বাবলুর সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি তৌহিদুর রহমান, জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি মাহতাব উদ্দিন সহিদ, তাহমিনা রহমান প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ