Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অসহায় ও দুঃস্থদেও মাঝে ভাতা প্রদান

| প্রকাশের সময় : ১৩ মে, ২০১৭, ১২:০০ এএম

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা : ঈশ্বরদীতে প্রায় ৯শ’ অসহায় ও দুঃস্থদের মাঝে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্ত ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ ক্ষুদ্র  জাতিসত্ত¡া, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ভুক্ত দুঃস্থ ব্যক্তিদের আর্থসামাজিক উন্নয়নের অনুদান প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ভাতা বিতরণ করেন ভূমি মন্ত্রী আলহাজ্ব শামসুর রহমান শরীফ এমপি। ঈশ^রদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আঃ মমিন, ঈশ^রদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদা বেগম, ঈশ^রদী সমাজসেবা অফিসার আসাফউদ্দৌলা, ঈশ্বরদী মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার আঃ খালেক, বীরমুক্তিযোদ্ধা চান্না মন্ডল প্রমুখ।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ