Inqilab Logo

রোববার ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১, ০৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেড় মাসেও গ্রেফতার হয়নি আসামিরা মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকি

| প্রকাশের সময় : ১৩ মে, ২০১৭, ১২:০০ এএম

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামে পুর্ব শত্রæতার জের ধরে প্রতিপক্ষের হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামিরা এখন দাপটের সাথে এলাকায় প্রকাশ্যে ঘুরছে বলে অভিযোগ পাওয়া গেছে। মামলার বাদী মো. সোহেল রানার দাবি মামলা তুলে না নেওয়ায় তাকে মিথ্যা মামলা দিয়ে অযথা হয়রানি করছে ও মামলাটি তুলে নিতে তাকে বারবার চাপ প্রয়োগ করছে। অন্যথায় প্রকাশ্যে তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। মামলার এজাহার সূত্রে জানা যায়,গত ২৬ মার্চ রাতে স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিনের বাড়িতে দাওয়াত খাওয়ার সময় পূর্ব শত্রæতার জেরে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে শফিউল আলম (৫৫) নামক এক ব্যক্তি গুরুতর আহত হন। এ ঘটনার পরদিন ২৭ মার্চ আহত ব্যক্তির পুত্র মোসোহেল রানা বাদী হয়ে ৯ জনকে এজাহারনামীয় ও ৫/৬ জনকে অজ্ঞাত আসামি করে আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করে। মামলার আসামীরা হচ্ছে এরশাদ আলী সোহেল, সোহরাব আলম মিরাজ, মো. আরিফ, মোহাম্মদ মুছা, টিপু, আকাশ, মো. ইদ্রিচ, সাবরু ও মো. মোরশেদ সহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জন। এদিকে মামলাটি রুজু হওয়ার দেড় মাস পার হলেও এখনো পর্যন্ত কোন আসামি ধরা পড়েনি। বাদীপক্ষের দাবি মামলার আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও নীরব ভ‚মিকায় পালন করছে পুলিশ প্রশাসন। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মঈনুল ইসলাম জানান, আসামিদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ