Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রাইভেটকারসহ আটক ৪

| প্রকাশের সময় : ১৩ মে, ২০১৭, ১২:০০ এএম

দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা : দুপচাঁচিয়া থানা পুলিশের হস্তক্ষেপে গতকাল শুক্রবার ভোর রাতে পুরাতন বাজার স্বর্ণপট্টি এলাকায় ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়েছে। এ সময় পুলিশ ৪ জন ডাকাত সহ তাদের ব্যবহৃত প্রাইভেট কার আটক করেছে। জানা গেছে, শুক্রবার ভোর রাত পৌনে ৪টায় উপজেলা সদরের পুরাতন বাজার স্বর্ণপট্টি এলাকায় সন্দেহ জনক একটি প্রাইভেট কার (মেট্রো ভ- ০২-১৫৬২) পাহারারত পুলিশ আটক করে। এ সময় গােিড়তে অবস্থানরত নড়াইল জেলার লোহাগড়া উপজেলার তালবাড়িয়া গ্রামের মৃত আজেক শেখের পুত্র মিসকাত হোসেন (৪০) কে জিজ্ঞাসাবাদে পুলিশের সন্দেহ হয়। পুলিশ গাড়ীসহ চালক ফরিদপুর জেলার কোতোয়ালী থানার ধুলদি বাজারের আবু তালেব মৃধার পুত্র নুরুল হোসেন (২৪) কে আটক করলেও অজ্ঞাতনামা আরো একজন পালিয়ে যায়। পরে পুলিশ গাড়িতে তল্লাশী চালিয়ে একটি হাসুয়া উদ্ধার করে। একই সময় স্বর্ণপট্টির দোকানের সামনে দাড়ানো আরো ২জনকে আটক করেন। এরা হলো- টাঙ্গাইল গোপালপুরের রায়হান আলীর পুত্র জাহিদুল ইসলাম ও উপজেলার চামরুল ফকিরপাড়ার মৃত জব্বার আলীর পুত্র বেলাল হোসেন। আটককৃত ৪ জন পুলিশের নিকট ভিন্ন ভিন্ন তথ্য প্রদান করেছে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে আটককৃতরা বড় কোন অপরাধ সংঘটিত করতে এসেছিল। এ বিষয়ে থানায় ডাকাতির চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ