Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পিতা-মাতার অভিযোগে ছেলের কারাদন্ড

| প্রকাশের সময় : ১৩ মে, ২০১৭, ১২:০০ এএম

দেবিদ্বার (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : কুমিল্লার দেবিদ্বার উপজেলার আলিয়াবাদ গ্রামে পিতা-মাতার অভিযোগে মাদকাসক্ত ছেলে আবু কালামকে (২৫) ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত বৃহস্পতিবার দুপুরেই মাদকাসক্ত আবু কালামকে কুমিল্লার কেন্দ্রিয় কারাগারে প্রেরণ করা হয় বলে থানার ওসি মিজানুর রহমান নিশ্চিত করেন। জানা যায়, উপজেলার আলিয়াবাদ গ্রামের চারু মিয়া ও তার স্ত্রীকে মাদক খাওয়ার টাকা-পয়সার জন্য মাদকাসক্ত ছেলে আবু কালাম নিয়মিত মারধোর করে। তার অত্যাচার-নির্যাতনে অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলে আবু কালামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেবিদ্বার থানায় একটি লিখিত অভিযোগ করা হয়। তখন অভিযান চালিয়ে পুলিশ মাদকাসক্ত আবু কালামকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমান আদালতের নিকট হাজির করলে উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ