রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
খাগড়াছড়ি জেলা সংবাদদাতা : পূর্ব শত্রæতার জের ও আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় খাগড়াছড়িতে চিরঞ্জিত ত্রিপুরা ও তার ছেলে কর্ণ জ্যোতি ত্রিপুরা নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জেলা সদরের নুনছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত চিরঞ্জিত ত্রিপুরার স্ত্রী ভবেল²ী ত্রিপুরা ও পুত্রবধু বিজলী ত্রিপুরা গুরুতর আহত হয়েছে। নিহত কর্ণ জ্যোতি ত্রিপুরার স্ত্রী বিজলী ত্রিপুরা জানায়, রাতে নুনছড়ির ইউপি সদস্য কালিবন্ধু ত্রিপুরা ও তার দুই ছেলের নেতৃত্বে ৩০-৪০ জন লোক অস্ত্রসস্ত্রসহ তাদের উপর হামলা চালায়। একপর্যায়ে চিরঞ্জিত ত্রিপুরা ও তার ছেলে কর্ণ জ্যোতি ত্রিপুরাকে পিটিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ সময় হামলাকারীদের বাঁধা দিকে গিয়ে চিরঞ্জিত ত্রিপুরার স্ত্রী ল²ী ত্রিপুরা ও কর্ণ জ্যোতি ত্রিপুরার স্ত্রী বিজলী ত্রিপুরা গুরুতর আহত হন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহমদ খান জানান, নিহত চিরঞ্জিত ত্রিপুরার সাথে প্রতিবেশী নুনছড়ি এলাকার ইউপি সদস্য কালীবন্ধু ত্রিপুরার বিরোধ দীর্ঘদিনের। এ নিয়ে তাদের মধ্যে আদালতে মামলা চলছিলো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রæতার জের ও আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে। অভিযুক্তদের আটকের চেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।