বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী ব্যুরো : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের বেণীপুর গ্রামের জঙ্গি আস্তানায় দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে অপারেশন ‘সান ডেভিল’।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এই অভিযান শুরু হয়।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জঙ্গি আস্তানার পাশেই এক ব্রিফিংয়ে এ অভিযান রাতের জন্য স্থগিত ঘোষণা করেন পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাসুদুর রহমান ভূঁইয়া।
ব্রিফিংয়ে মাসুদুর রহমান জানিয়েছিলেন, ওই জঙ্গি আস্তানায় নিহত সবাই আত্মঘাতী হয়েছে। নিহত পাঁচ জনের চারজন একই পরিবারের। এর মধ্যে সাজ্জাদ ছিল ওই বাড়ির মালিক। স্ত্রী লুৎফুন্নেসা বেলি, ছেলে আলামিন ও মেয়ে কারিমাকে নিয়ে আত্মঘাতী হয়েছে সে। নিহত আরেকজন আশরাফুল। সে বহিরাগত, এখানকার স্থানীয় নয়। অভিযানের সময় এক নারী তার দুই সন্তানসহ আত্মসমর্পণ করেছে।
ঘটনাস্থলে ধানক্ষেতের মাঝখানে টিনের তৈরি বাড়িটির সঙ্গে লাগোয়া কোনও ঘরবাড়ি নেই। তবে কাছাকাছি দূরত্বে যে কয়টি বাড়ি আছে শুক্রবার সেগুলো খালি করে অভিযান শুরু করে পুলিশ।
জঙ্গিদের লাশগুলো ঘটনাস্থলেই রয়েছে জানিয়ে মাসুদুর রহমান বলেন, লাশগুলো পুলিশ কর্ডন করে রেখেছে। রাতে এভাবেই থাকবে লাশগুলো। সকালে ফের অভিযান শুরু হলে বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় লাশগুলোর ব্যবস্থা করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।