বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খাগড়াছড়ি জেলা সংবাদদাতা : খাগড়াছড়ির দুর্গম নুনছড়ির থলিপাড়া এলাকায় সামাজিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে খুন হয়েছেন। এসময় আরো দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সামাজিক বিরোধের জের ধরে বৃহস্পতিবার প্রতিপক্ষের লোকজন চিরঞ্জীব ত্রিপুরা বাড়িতে গিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই চিরঞ্জীব ত্রিপুরা (৫৫) নিহত হন এবং আশঙ্কাজনক অবস্থায় খাগড়াছড়ি হাসপাতালে নেয়ার পর তার ছেলে কর্ণ ত্রিপুরা (৩০) মারা যায়।
হামলায় চিরঞ্জীব ত্রিপুরার স্ত্রী ভবেলক্ষী ত্রিপুরা (৪৫) ও ছেলের বউ বিজলী ত্রিপুরা (২৮) আহত হয়েছেন।
ইউপি সদস্য কালিবন্ধু ত্রিপুরার নেতৃত্বে একদল সন্ত্রাসী এই হামলা চালিয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে থেকে হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি পুলিশ সুপার আলী আহমেদ খান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।