Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামরাইয়ে স্বামীকে কুপিয়েছে স্ত্রী

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ মে, ২০১৭, ৯:৪৫ এএম

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে স্বামীকে ধারালো বটি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে পালানোর সময় স্ত্রীকে আটক করেছে এলাকাবাসী। পরে তাকে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার ভোররাতে।

জানা গেছে, মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার তালুকনগর গ্রামের ইনজাদ হোসেন মেয়ে গার্মেন্টস কর্মী বিথি আক্তার (২২) বোনের সাথে ভাড়া থাকে ধামরাই পৌরসভাধীন কুমরাইল মহল্লার মেছেরের বাড়ীতে। এর মধ্যে বিথি আক্তার প্রেম করে বিয়ে করে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পচাকাটা গ্রামের সোবহান মিয়ার ছেলে বিপ্লবকে(২৬)। সেও একজন গার্মেন্টস কর্মী।

বিয়ের কয়েক মাস যেতেই বিথি জানতে পারে তার স্ত্রী ও সন্তান রয়েছে। এরমধ্যে তাকে তাদের মধ্যে তালাক ও হয়। পুনরায় তারা আবারও বিয়ে করে। বিয়ে করলেও দুজন দুই জায়গায় অবস্থান করতো।

গেল রাতে বাসা ফাঁকা জেনে স্বামী বিপ্লব তার স্ত্রী দাবি নিয়ে ওই বাসায় আসে। রাতে এক পর্যায় দুজনের মধ্যে বাকবিতণ্ডা হলে স্ত্রী বিথি আক্তার রান্না ঘরের ধারালো বটি দিয়ে উপর্যুপরি কুপিয়ে বিপ্লবকে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকারে প্রতিবেশী এগিয়ে এসে স্ত্রী বিথিকে আটক করে। পরে ধামরাই থানার এস আই ভজন রায় ও অপূর্ব দাস তাকে থানায় নিয়ে আসে। অপরদিকে মুমূর্ষু অবস্থায় বিপ্লবকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



 

Show all comments
  • গোলাম রব্বাণী ১২ মে, ২০১৭, ২:৪১ পিএম says : 0
    বিথী আক্তারকে অপরাধ বলে আমি মনে করি।তো সে যেখানে তার স্ত্রী ও সন্তান আছে সেখানে তার দ্বিতীয় বার বিয় করা ঠিক করেনি।কথায় বলে না যে খাল কেটে কুমির এনোনা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ