Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

ছাতকে বসতবাড়ি জবরদখল করে ১৩ পরিবারকে উচ্ছেদে আল্টিমেটাম

| প্রকাশের সময় : ১১ মে, ২০১৭, ১২:০০ এএম

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ছাতকে সন্ত্রাসী কায়দায় ১৩টি হতদরিদ্র পরিবারের বসতবাড়ি জবরদখল ও তাদেরকে ভিটে উচ্ছেদ করতে মরিয়া হয়ে উঠেছে একটি প্রভাবশালী মহল। এসময় তাদেরকে এলাকা ছেড়ে চলে যেতে এক সপ্তাহের আল্টিমেটাম দেয়া হয়। ফলে গত ৮ মে নিজেদের নিরাপত্তা ও ভিটে-বাড়ি রক্ষায় সিলেট বিভাগীয় কমিশনার বরাবরে একটি লিখিত আবেদন করা হয়। মোল্লাপাড়া গ্রামের মৃত নাজির আহমদের পুত্র বাবুল মিয়ার দেয়া লিখিত অভিযোগে বলা হয়, উপজেলার ইসলামপুর ইউপির মোল্লাপাড়া ও ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত সুন্দর আলীর স্ত্রী হোসনারা বেগম, মৃত আবদুল ওয়াদুদের মেয়ে জাহেরা বেগম, শুকুর আলীর স্ত্রী কমরুন নেছাসহ ১৩টি পরিবার ৫০বছরের অধিক সময় থেকে ছাতকের ৭১ জেএলস্থিত ফকিরটিলা মৌজার ১/১নং খতিয়ানের (এসএ) ১২০নং দাগের সাড়ে ৪ একর খাস খতিয়ানের ভ‚মিতে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। কিন্তু ৬ মে স্থানীয় একটি জবর-দখলদার চক্র বংশানুক্রমে তাদের ভোগদখলীয় ভ‚মি থেকে চলে যাবার জন্যে এক সপ্তাহের আল্টিমেটাম দেয়। এরপর থেকে তাদের অব্যাহত হুমকি ও প্রাণনাশের হুমকিতে পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এছাড়া তাদের দখলীয় খাস ভ‚মি লিজ দিতে সিলেট বিভাগীয় কমিশনার ও সুনামগঞ্জ জেলা প্রশাসক মহোদয় বরাবরে আবেদন করা হয়। এ ব্যাপারে তারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ