Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুগঞ্জে চিকিৎসকের গাফিলতিতে প্রসূতির মৃত্যু

| প্রকাশের সময় : ১১ মে, ২০১৭, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চিকিৎসকের গাফিলতিতে জান্নাতুল ফেরদৌস (১৯) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার বেসরকারী হাসপাতাল নূর মেডিকেল সেন্টারে এই ঘটনাটি ঘটে। নিহত জান্নাতুল নাসিরনগরের হরিপুর এলাকার মন মিয়ার স্ত্রী ও জেলার সরাইলের পরমানন্দপুর এলাকার আফজল মিয়ার মেয়ে। জান্নাতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে প্রসব বেদনা নিয়ে আশুগঞ্জের নূর মেডিকেল সেন্টারে ভর্তি হন গৃহবধূ জান্নাত। প্রথমে স্বাভাবিক ডেলিভারির মাধ্যমে বাচ্চা প্রসব করানোর কথা বলা হলেও পরবর্তীতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন ক্লিনিকের চিকিৎসক শাহানারা বেগম। এরপর অস্ত্রোপচারের জন্য জান্নাতকে অস্ত্রোপচার কক্ষে নিয়ে গিয়ে অজ্ঞান (অচেতন) করা হয়। বাচ্চা প্রসব করানো হলেও ভুল চিকিৎসায় অস্ত্রোপচার কক্ষেই জান্নাতের মৃত্যু হয় বলে অভিযোগ করেছেন পরিবারের লোকজন।
ভুল চিকিৎসার অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে ডা. শাহানারা বেগমের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে ক্লিনিকে পুলিশ পাঠানো হয়েছে। বাচ্চাটি সুস্থ রয়েছে। তবে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তবে বিকেলে রোগীর স্বজনদের সাথে বিষয়টি মিমাংসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ আপোষ রফা করার জন্য আলোচনা করছেন।
উল্লেখ্য, গত বছরের ৯ আগস্ট নূর মেডিকেল সেন্টারে ডা. শাহানারা বেগম ও তার স্বামী আবদুল্লাহ্ আল মাহমুদ নজরুলের বিরুদ্ধে ভুল চিকিৎসায় আশুগঞ্জ উপজেলার আড়াইসিঁধা গ্রামের গৃহবধূ কুলসুম বেগমের (২২) মৃত্যুর অভিযোগ উঠে। পরে অর্থের বিনিময়ে মৃত্যুর ঘটনাটি দামাচাপা দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ